Nov. 13, 2020, 1:13 p.m.
আগরতলা ১৩ নভেম্বর (এ.এন.ই): এক যুবকের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমবাসা এনবিআই ইটভাট্টা এলাকায়। মৃত ব্যক্তির নাম মনোজ আচার্য্য।মৃত ব্যক্তির বয়স
আনুমানিক ৩৫ বছর। খবরের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আমবাসার কমলা ছড়ার জলে ভাসমানরত এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ
দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর যায় আমবাসা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। তারপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায় মৃত ব্যক্তিটির নাম মনোজ আচার্য্য। গত বুধবার থেকে সে নিখোঁজ ছিল বলে তার পরিবারে লোকেরা জানায়। এদিকে পুলিশ জানায় থানায় নিখোঁজ হওয়ায়
রিপোর্ট লিখে ছিল মনোজ আচার্য্যের পরিবারের লোকেরা। সেদিন থেকে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তার সন্ধান পায়নি। কিন্তু শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা
নিখোঁজ মনোজ আচার্য্যের দেহে ছড়ার জলে ভাসমানরত অবস্থায় দেখতে পায়। এই দিকে মনোজের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।