Jan. 6, 2021, 5:21 p.m.
আগরতলা ০৬.০১.২০২১(এ.ন.ই) দ্বিতীয়বারের মতো রাজ্যে এলেন প্রদেশ বিজেপির প্রভারি বিনোধ সোনকে। বুধবার দুপুরে আগরতলা বিমান বন্দরে অবতরণ করেন তিনি। উনাকে স্বাগত জানাতে রাজ্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে। সেখান থেকে তিনি সোজা চলে আসেন রাজ্য বিজেপি কার্যালয়ের। সূত্রের খবর উনার এই তিনদিন রাজ্য সফরে সাংগঠনিক স্তরে বিভিন্ন বৈঠক করবেন তিনি। রাজ্য নেতৃত্ব দের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হবে তেমনি বুথ স্থরেও বিভিন্ন বৈঠক করবেন তিনি। বিমান বন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, যেহেতু রাজ্যের প্রভাতী হয়েছি বারবার সাংগঠনিক কাজে আসব এবং কাজ করবো। যদিও দলের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান কিছুই বলেননি। সামনেই রাজ্যে এডিসি এবং পৌর নির্বাচন। এই সময়ের মধ্যে তিনি রাজ্যসভার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।