Jan. 13, 2021, 1:15 p.m.
আগরতলা ১৩,০১,২০২১(এ.এন.ই) শুক্রবার সকাল সাড়ে ১১ টায় রাজ্যে এসে পৌঁছল করুণা ভ্যাকসিনের প্রথম ধাপ। আগরতলা মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে আজ সকালে ইন্ডিগো বিমান এসে পৌঁছল এই ভ্যাকসিন গুলি। বিমানবন্দর থেকে স্বাস্থ্য দপ্তরের বিশেষ ভ্যান এর মাধ্যমে ভ্যাকসিন নিয়ে আসা হল কুঞ্জবন স্থিত স্বাস্থ্য দপ্তরে গোডাউনে। সেখানেই আপাতত ভ্যাকসিন গুলি রাখা হবে। তারপর এখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মহাকুমার ভ্যাকসিন গুলি ডিস্ট্রিবিউট করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা অনুযায়ী প্রথমাবস্থায় ভ্যাক্সিনেশন করা হবে করুণা যোদ্ধাদের। যারা করোনাকালে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেছিল। বিশেষ করে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সাফাই কর্মী, সাংবাদিক প্রথম সারিতে থেকে নিজের দায়িত্ব পালন করার এই করুণা যোদ্ধাদের এই প্রথম ভ্যাকসিন দেওয়া হবে।