Feb. 22, 2021, 9:43 p.m.
এএনই প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী।। আশ্রম চৌমুহনীস্থিত আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিস থেকে এনইউএলএম কর্মকাণ্ডকে সামনে রেখে এক মেগা র্যালী অনুষ্ঠিত হয়। সোমবার ত্রিপুরা আরবান লাইভলি হুড মিশন প্রকল্প বাস্তবায়নে জন সচেতনতার লক্ষ্যে র্যালী সংগঠিত করা হয়। রাজ্যের বর্তমান সরকার স্ব সহায়ক দল গঠন করার উপর বিশেষ ভাবে জোর দিচ্ছে। এই স্ব সহায়ক দলের মাধ্যমে মহিলারা কাজ করছেন। স্ব নির্ভর হচ্ছেন মহিলারা। তৈরি করা হচ্ছে বিভিন্ন সামগ্রী। এই বিষয় গুলি তুলে ধরতেই র্যালীর আয়োজন বলে জানান আগরতলা পুর নিগমের পূর্ব জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনুপম চক্রবর্তী। জনগণের মধ্যে সরকারের চিন্তাধারা পৌঁছে দিয়ে আত্ম নির্ভর হয়ে স্ব নির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই র্যালীর আয়োজন বলে জানান তিনি। এদিনের র্যালীতে আগরতলা পুর নিগমের পূর্ব জোনের অন্তর্গত স্ব সহায়ক দল গুলির ১৫০ মহিলা সদস্যা অংশ নেয়। র্যালিটি আশ্রম চৌমুহনী স্থিত জোনাল অফিসের সামনে থেকে শুরু হয়ে আশপাশ এলাকা পরিক্রমা করে।