Feb. 22, 2021, 9:51 p.m.
এএনই প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ ফেব্রুয়ারী। সোমবার দুপুর নাগাদ এক গরু চোরকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাট ব্যারেজ সংলগ্ন তুই মধু বাজার এলাকায়।ধৃত চুরের নাম ভজন দেবনাথ।বর্তমানে তাকে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তেলিয়ামুড়া থানা এবং মুঙ্গিয়াকামী থানা এলাকায় প্রতিনিয়তই গরু চুরির ঘটনা ঘটে থাকলেও গরু চুরি কান্ডের সাথে জড়িত মূল পান্ডা সহ গরু চোর দের ধরতে পারেনি কর্তব্যরত পুলিশ বাবুরা। তবে দেখা যায় চুরি কাণ্ডে এবং অপকর্মের সহ নেশা সামগ্রী কারবারিদের জনসাধারণের পুলিশের হাতে ধরে তুলে দেয়।এমন এক অদ্ভুত ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় তুই মধুতে। এলাকাবাসীদের বক্তব্য অনুসারে জানা যায়, চাকমা ঘাট এলাকার বাসিন্দা ভজন দেবনাথ কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর থেকে গরুরবাছুর চুরি করে চাকমাঘাটের এলাকায় নিয়ে আসে বিক্রির জন্য।এলাকাবাসীদের সন্দেহ হয় গরুরবাছুর কেনই বা বিক্রি করছে।পরে এলাকাবাসীরা ভজন দেবনাথ কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।জানতে পারে তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর কালাকার শিববাড়ি থেকে গরুবাছুর চুরি করে নিয়ে আসে।পরে তেলিয়ামুড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে গরু চোর অর্থাৎ ভজন কে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।এদিকে এক সূত্র অনুসারে জানা যায়, আটক করা ভজন দেবনাথ বিগত দিনগুলিতে ড্রাগস ব্যবসার সাথে জড়িত ছিল।এলাকাবাসীর অভিমত অনুসারে জানা যায় সেই আটককৃত ভজন দেবনাথ ড্রাগস সেবন ও বিক্রি করে থাকে । এটিকে গোটা চাকমা ঘাট এলাকা জুড়ে তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায় ড্রাগস মাফিয়া সহ ড্রাগস কারবারিদের রমা রম ব্যবসা চালিয়ে যাচ্ছে।এই চক্রটিকে তেলিয়ামুড়া থানার পুলিশ কোনভাবেই আয়ত্ত্বে আনতে পারছে না কোনো এক অজ্ঞাত কারণে। তবে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট মহল ধারণা করছেন তেলিয়ামুড়া থানার পুলিশ বাবু দের সাথে ড্রাগস কারবারি সহ গরু চুর দের গোপন কোনো লেনদেন নেই তো? যদি গোপন কোনো লেনদেন নাই থেকে থাকে তবে কেন তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায়। এখন দেখার বিষয়, আমাদের চ্যানেলে সংবাদ সম্প্রচারের পর গরু চোরের মূল পাণ্ডাদের এবং ড্রাগস মাফিয়াদের কবে নাগাদ গ্রেফতার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার মাথাভারি পুলিশ প্রশাসন।