স্পেশাল আর্টিকেল
ইক্সক্লোসিভ ভিডিও
ঘরেই বানিয়ে নিন লাইটিং লেন্টার্ন
ত্বকের উজ্বলতার জন্য ২০টি টিপস
ডেনমার্কে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম লম্বা ডিম! দেখুন কীভাবে লম্বা ডিম পাড়ে মুরগী
এন্টারটেনমেন্ট
এন্টারটেনমেন্ট
মুম্বাই, ৩ এপ্রিল (এ.এন.ই ): ছোটপর্দার অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মা সোমা ব্যানার্জীর দাবি, তাঁর মেয়ে রাহুল রাজ সিংহের সঙ্গে লিভ-ইন করতেন না। গতকালই প্রত্যুষার মৃত্যুবার্ষিকীতে ইউটিউবে মুক্তি পেয়েছে প্রত্যুষা অভিনীত স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি। মেয়ের মৃত্যুবার্ষিকীতে অশ্রুভারাক্রান্ত মায়ের স্বীকারোক্তি একজন মা একমাত্র জানেন অসময়ে সন্তান হারানোর যন্ত্রণা। তাঁর কথায় একদিন তিনি তাঁর মেয়েকে ঘরে এনেছিলেন ছোট্ট শিশু হিসেবে, পরে বড় হয়ে সেই মেয়েকেই হাসপাতাল থেকে নিয়ে আনলেন দেহ হিসেবে। এই স্মৃতি নিয়ে বাঁচা একজন মায়ের পক্ষে সত্যিই খুব দুঃখজনক। শনিবার প্রত্যুষার স্মৃতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই সোমা দাবি, করেন, রাহুল কে ছিল? তাঁর সঙ্গে আমার মেয়ের সম্পর্কই বা কী? , তাঁরা লিভ ইন করতেন না, দাবি অভিনেত্রীর মায়ের। তিনি জানিয়েছেন, মুম্বই আসার পর তাঁদের পরিবারের সঙ্গে প্রথমে থাকা শুরু করেন রাহুল। তারপর তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করে প্রত্যুষাকে বাড়ি থেকে আলাদা করে নিয়ে গিয়ে অন্যত্র থাকা শুরু করেন তাঁরা। তারপর প্রকাশ্যে রাহুল দাবি করতে থাকেন তাঁরা লিভ-ইন করতেন, দাবি সোমা ব্যানার্জীর। এই স্মৃতিসভায় গায়ক হর্ষদীপ কৌর যখন প্রত্যুষার একটি প্রিয় গান ‘জো ভেজি থি দুয়া’ গান, তখন কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর মা। ‘বালিকা বধূ’র হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন প্রত্যুষা। তারপর ওই শো ছাড়ার পর নিজের ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনে মারাত্মক ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। গত বছর পয়লা এপ্রিল মুম্বইয়ের যে অ্যাপার্টমেনে প্রত্যুষা থাকতেন সেখান থেকেই উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ।
লাইফস্টাইল
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
স্বাস্থ্য
হোয়াটস্ অ্যাপ
