স্পেশাল আর্টিকেল
ইক্সক্লোসিভ ভিডিও
ঘরেই বানিয়ে নিন লাইটিং লেন্টার্ন
ত্বকের উজ্বলতার জন্য ২০টি টিপস
ডেনমার্কে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম লম্বা ডিম! দেখুন কীভাবে লম্বা ডিম পাড়ে মুরগী
এন্টারটেনমেন্ট
এন্টারটেনমেন্ট
মুম্বাই, ১০ জানুয়ারি (এ.এন.ই ): সোমবার ভাঙা হল সাংসদ এবং অভিনেতা শত্রুঘ্ন সিনহার বাড়ির বেআইনি নির্মান কাজ| মুম্বাই পুরসভার পক্ষ থেকে এই ব্যাপারে তাকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সময় মত তার কোনও উত্তর না দিতে পারায় এদিন পুরসভার পক্ষ থেকে তার বাড়ির অবৈধ নির্মাণের অংশ টুকু ভেঙে দেওয়া হয়েছে। এব্যাপারে পুর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের জুহু এলাকায় ‘রামায়ণ’ নামে তার বাড়ির ছাদে ও একতলায় তিনি পুরসভার আইন না মেনে একটি বাথরুম এবং ঠাকুর ঘর ও অফিস বানিয়ে ছিলেন। এই বিষয়টি পুর কর্তৃপক্ষের নজরে আসায় তারা শত্রুঘ্নকে নোটিশ পাঠায়। কিন্তু সেই নোটিসের কোনও সঠিক ব্যাখ্যা দিতে না পারায় পুরসভার পক্ষ থেকে এদিন তার উপস্থিতিতে বাড়ির অবৈধ নির্মাণটুকু ভেঙে দেয়। মুম্বাই পুরসভা পক্ষ থেকে জানা গিয়েছে, জুহুতে জেবিপিডি স্কিমে ৫ নম্বর রোডে তার বাড়িটি অবস্থিত। অভিযোগ এই বাড়িটিতে তিনি পুরসভার অনুমতি না নিয়েই একটি অফিস, বাথরুম এবং ঠাকুর ঘর বানিয়ে ছিলেন, যা পুরসভার আইন বিরুদ্ধ। এর আগেই পুরসভার ‘এমআরটিপি’ আইনের ৫৩(১) ধারা অনুযায়ী গত ৫ ডিসেম্বর এবং ৬ জানুয়ারি পরপর দুইবার তাকে নোটিশ পাঠান হলেও তিনি অবৈধ নির্মাণ ভাঙেননি। এরপর পুরসভার লোকজন গিয়ে এদিন অবৈধ নির্মাণ গুলো ভেঙে দেয়। এব্যাপারে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, বাড়িতে সামান্য অসুবিধা ছিল। যা তিনি পুরসভা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তাছাড়া সরকারের পক্ষ থেকে টয়লেট বানানোর কথা বলা হচ্ছিল বলে তার বাড়ির কাজের লোকেদের জন্য বাড়ির ছাদে একটি বাথরুম বানিয়ে ছিলেন। তবে তিনি ঠাকুর ঘরটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছেন। তিনি জানান, এদিন নির্মাণ ভাঙার ক্ষেত্রে পুরসভার লোকজনকে তিনি কোনও বাধা দেননি। জানা গিয়েছে সনাক্ষী সহ গোটা পরিবারই ওই বাড়িতে বাস করেন।
লাইফস্টাইল
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
স্বাস্থ্য
হোয়াটস্ অ্যাপ
