স্পেশাল আর্টিকেল
ইক্সক্লোসিভ ভিডিও
ঘরেই বানিয়ে নিন লাইটিং লেন্টার্ন
ত্বকের উজ্বলতার জন্য ২০টি টিপস
ডেনমার্কে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম লম্বা ডিম! দেখুন কীভাবে লম্বা ডিম পাড়ে মুরগী
এন্টারটেনমেন্ট
এন্টারটেনমেন্ট
নয়াদিল্লি ১৬ এপ্রিল (এ.এন.ই ): দেশের একের পর এক ধর্ষণের ঘটনায় এবার ধর্ষকদের যাতে ফাঁসির আদেশ দেওয়া হয় সেব্যাপারে আবেদন জানাল নির্ভয়ার পরিবার। রবিবার নির্ভয়ার পরিবারের তরফে জানানো হয়েছে দেশ প্রগতির পথে এগিয়ে গেলেও সমাজে এখনও মহিলারা সুরক্ষিত নয়। প্রসঙ্গত দেশের রাজধানী দিল্লিতে ২০১২ সালে ২৩ বছরের প্যারামেডিক্যালের ছাত্রী নির্ভয়াকে কিছু দুর্বৃত্ত ধর্ষণ করে এবং শারীরিক ভাবে অত্যাচার করে। এর পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ওই বছরের ২৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের সরব হন দেশের নাগরিক সমাজ। এদিন নির্ভয়ার মা দিল্লির জাতীয় মহিলা কমিশনের সভাপতি স্বাথী মালিওয়ালের নেতৃত্বে অনির্দিষ্ট কালের জন্য ডাকা হরতালে সামিল হন। সেখানে নির্ভয়ার মা জানিয়েছেন, দুর্ভাগ্যের বিষয় বর্তমানে আমাদের দেশ ও সমাজ প্রগতির দিকে অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু সেই সমাজে আমাদের বাড়ির মেয়েদের এখনও কোনও সুরক্ষা নেই। উল্লেখ্য, কাশ্মীরের কাঠুয়া এবং উত্তরপ্রদেশের উন্নাও ঘটনার প্রতিবাদের মালীওয়াল হরতাল শুরু করে| সেই হরতালে যোগ দিয়ে নির্ভয়ার মা ধর্ষকদের যাতে ফাঁসির আদেশ দেওয়া হয় তার আবেদন করেন।
লাইফস্টাইল
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
স্বাস্থ্য
হোয়াটস্ অ্যাপ
