স্পেশাল আর্টিকেল
ইক্সক্লোসিভ ভিডিও
ঘরেই বানিয়ে নিন লাইটিং লেন্টার্ন
ত্বকের উজ্বলতার জন্য ২০টি টিপস
ডেনমার্কে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম লম্বা ডিম! দেখুন কীভাবে লম্বা ডিম পাড়ে মুরগী
এন্টারটেনমেন্ট
খেলাধূলা
মেলবোর্ন, ১৩ই ফেব্রুয়ারি (এ.এন.ই ): ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে অ্যালান বর্ডার পুরষ্কার জিতলেন স্টিভ স্মিথ৷ একই সঙ্গে তিনি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও পেলেন৷ এই নিয়ে দু’বার দ্বিমুকুট উঠল স্মিথের মাথায়৷ ২০১৫ সালেও বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন অজি ক্যাপ্টেন৷ রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক সর্বাধিক চারবার করে অ্যালান বর্ডার মেডেল জিতেছেন৷ ক্লার্ক বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন চারবার৷ আর পন্টিং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান পেয়েছেন তিনবার৷ বর্ষসেরা একদিনের ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার৷ টানা দু’বার তিনি এই পুরস্কার জিতলেন৷ এই বিভাগে শেন ওয়াটসনের দখলে রয়েছে সর্বাধিক চারটি মেডেল৷ গিলক্রিস্ট ও পন্টিং দু’বার করে একদিনের সেরা হয়েছেন৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অ্যারন ফিঞ্চ৷ এর আগে ২০১৪ সালেও এই পুরস্কার দখল করেছিলেন তিনি৷ ফিঞ্চ ও শেন ওয়াটসন ছাড়া আর কোনও ক্রিকেটারের একাধিকবার টি-২০ সেরার পুরস্কার হাতে ওঠেনি৷ ওয়াটসন তিনবার জিতেছেন এই খেতাব৷ সেরা ঘরোয়া ক্রিকেটারের মুকুট মাথায় উঠেছে জর্জ বেইলির৷ বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন এলিস পেরি৷ ঘরোয়া ক্রিকেটে সেরা মহিলা তারকা নির্বাচিত হয়েছেন বেথ মুনি৷ উঠতি ক্রিকেটারের সম্মান হাতে তুলেছেন জর্জিয়া রেডমাইন৷
লাইফস্টাইল
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
স্বাস্থ্য
হোয়াটস্ অ্যাপ
