স্পেশাল আর্টিকেল
ইক্সক্লোসিভ ভিডিও
ঘরেই বানিয়ে নিন লাইটিং লেন্টার্ন
ত্বকের উজ্বলতার জন্য ২০টি টিপস
ডেনমার্কে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম লম্বা ডিম! দেখুন কীভাবে লম্বা ডিম পাড়ে মুরগী
এন্টারটেনমেন্ট
খেলাধূলা
মালাগা, ১৬ এপ্রিল (এ.এন.ই ): লা লিগায় মালাগার বিরুদ্ধে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডে ও গ্যারেথ বেল-র মত তারকাদের সাময়িক বিশ্রাম দিয়ে রিয়াল মাদ্রিদ অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিতে কোনও সুবিধা হয়নি৷ ঘরের মাঠে জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের কঠিন ম্যাচের পর রোনাল্ডে ও গ্যারেথ বেলকে সাময়িক বিশ্রাম দেন কোচ জিদান৷ অার মালাগার বিরুদ্ধে মার্সেলো ও টনি ক্রুজকেও বেঞ্চে রেখে দল নামান রিয়াল কোচ৷ প্রথম একাদশে এমন বড়সড় বদল এনেও অবনমনের আওতায় থাকা মালাগার বিরুদ্ধে শেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচে একটানা জয় তুলে নিল রিয়াল৷ নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে এদিন ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন ইসকো৷ পাশাপাশি ক্যাসেমিরোকে একটি গোলের পাস বাড়ান তিনি৷ ম্যাচের ২৯ মিনিটে সেটপিস থেকে বাঁকানো শটে গোল করে রিয়ালকে ১-০ এগিয়ে দেন ইসকো৷ চলতি মরশুমে রিয়ালের এটি ২৫ তম ফ্রি-কিক গোল৷ লা লিগার আর কোনও ক্লাবই চলতি মরশুমে এত সেটপিস গোল করতে পারেনি৷ প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় ম্যাচের ফল ছিল রিয়ালের অনুকূলে ১-০৷ দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোকে গোলের সুযোগ করে দেন ইসকোই৷ ৬৩ মিনিটে মালাগার জালে বল জড়িয়ে ক্যাসেমিরো মাদ্রিদের ব্যবধান বাড়িয়ে ২-০ করেন৷ যদিও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি গোল শোধ করতে সক্ষম হয় মালাগা৷ মালাগার বিরুদ্ধে জয়ের সুবাদে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে রিয়াল৷ আর ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসিদের বার্সেলোনা৷ ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ৷
লাইফস্টাইল
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
বিজ্ঞাপণ ব্যানার
স্বাস্থ্য
হোয়াটস্ অ্যাপ
