LATEST UPDATE

বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার পরাজিত

বেগুসরাই ২৩ মে (এ.এন.ই): বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার পরাজিত। বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের কাছে কার্যত পর্যুদস্ত হলেন তিনি প্রায় ৪ লক্ষ ভোটের ব্যবধানে। বেগুসরাই কেন্দ্রে প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। সিপিআই ২২ শতাংশ ভোট পায়। তৃতীয় স্থানে রয়েছে আরজেডি-র তানবির হাসান। গতবারও ওই কেন্দ্র থেকে বিজেপির কাছে পরাজিত হন তানবির হাসান। 

আরো পড়ুন

Advertisement