LATEST UPDATE

তুলাশিখরের ইদানপুর এবং বৃন্দাবন ঘাটের গোলটিলা এলাকায় দুষ্কৃতিকারীদের তাণ্ডব

আগরতলা ২৪ মে (এ.এন.ই): তুলাশিখরের ইদানপুর এবং বৃন্দাবন ঘাটের গোলটিলা এলাকায় আইপিএফটির কিছু উশৃঙ্খল কর্মী সমর্থকদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত। জানা গেছে, ভোটের ফলাফল বের হবার পর থেকেই বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় দুষ্কৃতিকারীরা হামলা চালায় গোলাটিলা এলাকায়। জানা গেছে, দুষ্কৃতিকারীরা প্রায় ৮০টি বাইকে করে এসে তুলাশিখরের ইদানপুর এবং বৃন্দাবন ঘাটের গোলটিলা এলাকায় তাণ্ডব চালায়। তাদের আক্রমণে ইদানপুর এবং গোলাটিলা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকার বাসিন্দারা জানিয়েছে, দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত এবং ধারালো অস্র নিয়ে এলাকায় হামলা চালানো হয়। দুষ্কৃতিকারীদের আক্রমণে বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে জানা গেছে।  

আরো পড়ুন

Advertisement