LATEST UPDATE

বিজেপির বিপুল জয়ে সমগ্র রাজ্য জুরে চলছে বিজয় উৎসব

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ২৬ মে এ.এন.ই)ঃ ত্রিপুরা রাজ্যে দুই আসনে বিজেপির বিপুল জয়ের পর সমগ্র রাজ্য জুরে চলছে বিজয় উৎসব। বিজেপির জয়ের বিজয় উৎসবে মাতোয়ারা হয়েছে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার অন্তরগত মনপাথর বাসী। রবিবার সকাল ১১ ঘটিকা থেকে শুরুহয় বিজয় উৎসব।  আজকের এই বিজয় উৎসবে গেরুয়া আবিরের সঙ্গে আনন্দে মাতোয়ার হলেন ৩৬ শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ও অন্যন্য নেতৃত্ব বৃন্দ।  আজকের এই বিজয় মিছিলটি মনপাথর বাজার থেকে শুরু করে বিরচন্দ্র বাজারের বিভিন্নপথ অতিক্রান্ত করে পুনরায় মনপাথর বাজার এসে সমাপ্তিহয়।  বিজেপি কতৃক আয়োজিত আজকের এই বিজয় মিছিলে বিজেপি সমর্থীত কর্মীরা ব্যাপক আনন্দের সহিত অংশগ্রহন করেন।

আরো পড়ুন

Advertisement