LATEST UPDATE

ক্যান্সার রোগে আক্রান্ত মৌটুসির পাশে সামাজিক সংস্থা আলিঙ্গন

আগরতলা ২৮ মে (এ.এন.ই): দীর্ঘদিন ধরে ক্যান্সার নামক এই দূরারোগ্যব্যাধিতে আক্রান্ত ৩ বছরের এক শিশু কন্যার পাশে এসে দাঁড়ালো সামাজিক সংস্থা আলিঙ্গন। ৩ বছরের এই শিশু কন্যাটির নাম হল মৌটুসি দাস। বাবার নাম লিটন দাস। বাড়ি সিধাই মোহনপুর। মৌটুসির বাবা লিটন বাবু জানিয়েছেন তার এই ৩ বছরের ছোট্ট মেয়েটি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে তিনি তার মেয়েটির চিকিৎসা করাতে পারছেন না। এদিকে এই খবরটি জানতে সামাজিক সংস্থা আলিঙ্গনের কর্মীরা ছোট শিশু মৌটুসির পাশে এসে দারায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জানা গেছে, আলিঙ্গনের কর্মীরা মৌটুসির চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা লিটন বাবুর হাতে তুলে দেয়।   

আরো পড়ুন

Advertisement