বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশকে ৯৫ রানে হারাল ভারত
ইংল্যান্ড ২৯ মে (এ.এন.ই): কেএল রাহুল এবং মহেন্দ্র সিং ধোনির দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারত বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশকে ৯৫ রানে হারিয়ে দেয়। কেএল রাহুল এবং মহেন্দ্র সিং ধোনির জোড়া শতরানে ভর করে এদিন ভারত ৩৫৯ রান করে। ৩৬০রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ ২৬৪ রানে অল আউট হয়ে যায়। ৯৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত। কুলদীপ ও চাহল দুই রিস্টস্পিনারই নিলেন ৩টি করে উইকেট। ২টি উইকেট নিলেন বুমরাহ।