LATEST UPDATE

দেশের নৌসেনা প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডমিরাল করমবীর সিং

দিল্লি ৩১ মে (এ.এন.ই): দেশের নৌসেনা থেকে সুনীল লাম্বার অবসর যাওয়ায় তার জায়গায় দেশের নৌসেনার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডমিরাল করমবীর সিং। জানা গেছে, প্রায় চার দশক পর নৌসেনা থেকে অবসর নিলেন সুনীল লাম্বা। নৌসেনার প্রধান পদে যোগদান করে অ্যাডমিরাল করমবীর সিং জানান, নিজের জন্য এটি বিরাট সম্মানের বিষয়। তিনি আরও জানিয়েছেন, বিদায়ী নৌসেনা প্রধান সুনীল লাম্বার প্রতি আমি কৃতজ্ঞ। চার দশকের সেবায় তিনি আমাদের নেতৃত্ব দেওয়া শিখিয়েছেন।

আরো পড়ুন

Advertisement