LATEST UPDATE

মনুর শাকবাড়িতে পিস্তল সহ ১৬টি তাজা বুলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা ১ জুন (এ.এন.ই): মনুর শাকবাড়ি থেকে পিস্তল সহ ১৬টি তাজা বুলেট উদ্ধার করলো পুলিশ। জানা গেছে, গ্রেপ্তার করা হয় তিন দুষ্কৃতিকারীকে। বর্তমানে ধৃতদের পুলিশ জিজ্ঞেসাবাদ করছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে,  শনিবার সকালে মনুর শাকবাড়ি থেকে ১টি পিস্তল সহ ১৬টি তাজা বুলেট সহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশ। ধৃতদের নাম হল অমিত ত্রিপুরা, জুয়েল ত্রিপুরা ও বাহাদুর ত্রিপুরা। জানা গেছে, ধৃত দুষ্কৃতিকারীদের বাড়ি মনুর শাকবাড়িতেই। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই দুষ্কৃতিকারীদের আটক করেছে। 


আরো পড়ুন

Advertisement