LATEST UPDATE

বিদ্যুস্পৃস্ট হয়ে এক যুবতির মৃত্যু

বিলোনিয়া ৪ জুন (এ.এন.ই): বিলোনিয়ায় বিদ্যুস্পৃস্ট হয়ে এক যুবতির মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত যুবতির নাম রিম্পি ভৌমিক। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকালে মা বাবার অনুপস্থিতে রান্নাঘরে গিয়ে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিম্পি ভৌমিকের মৃত্যু হয়। জানা গেছে, ঘটনার সময়ে মৃত যুবতি রিম্পি ভৌমিকের মাতা পিতা হাসপাতালে ছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে চলে রিম্পির মা বাবা। তারা বাড়িতে এসে দেখতে পায় তাদের মেয়ে মাটিতে পরে আছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসক রিম্পিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গোটা এলাকায় শোকাচ্ছন্ন পরিবেশ।    


আরো পড়ুন

Advertisement