LATEST UPDATE

জাল নথিপত্র সহ ধৃত এক যুবক

বিলোনিয়া  ১০ জুন (এ.এন.ই): জাল নথিপত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো বিলোনিয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার সকালে। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে বিলোনিয়া ফিসারী দপ্তরে জাল নথিপত্র নিয়ে জয়েন করতে কিঙ্কর দাস নামে এক যুবক। জয়েন করার সময় তার সমস্ত নথিপত্র জাল দেখতে পেয়ে ফিসারি দপ্তর থেকে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ফিসারি অফিসে চলে আসে এবং কিঙ্কর দাসকে জাল নথিপত্র সহ গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত কিঙ্কর দাসের বাড়ি কমলপুরের বামনছড়া এলাকায়। 

আরো পড়ুন

Advertisement