LATEST UPDATE

সংখ্যালঘু সম্প্রদায়ের কৃতি ছাত্রীকে সম্বর্ধনা

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ১৪ জুন (এ.এন.ই): সংখ্যালঘু সম্প্রদায়ের কৃতি ছাত্রীকে সম্বর্ধনা জানালো বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসীম উদ্দিন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বগাফা লঙ্কাজয় পাড়ার বাসিন্দা হাসিন আলির কন্যা রেনু বেগমকে শুভেচ্ছা জানানো হয়। রেন বেগম এবছর  মাধ্যমিক পরীক্ষায় ৮০শতাংশের উপর নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। রেনু বেগম খুবই দরিদ্র পরিবারের সন্তান। সে জানায় তার পরিবার এতই দরিদ্র যে মাস্টার রেখে পড়াশোনা করার তার ক্ষমতা ছিল। তাই সে কোন প্রাইভেট ছারাই পড়াশোনা করেছে এবং ভাল নম্বরের পাশ করেছে। রেনু বেগমের এই ফলাফলে জন্য বৃহস্পতিবার তার বাড়িত শুভেচ্ছা বার্তা দিতে যায় বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসীম উদ্দিন। তাছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন লালচাঁদ বাদসা প্রমুখ। জানা গেছে, রেনু বেগমকে সম্বর্ধনা দেওয়ার তার পরিবারের লোকেরা খুবই খুশি। বিশেষ করে রেনু বেগমের মা বাবা খুবই খুশি হয়েছে। মেয়ের সাফল্যের কথা বলতে বলতে তার মা কান্নায় ভেঙ্গে পরেছিলেন। এদিকে সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জানান, রেনু বেগমের আগামীদিনের লেখাপড়া করার জন্য সাহায্য করা হবে। রাজ্য সভাপতির কর্তৃক এই প্রতিশ্রুতি পাওয়ার পর খুবই আনন্দিত রেনু বেগম এবং তার পরিবারের লোকেরা বলে জানা গেছে।  

আরো পড়ুন

Advertisement