LATEST UPDATE

অনলাইনে খাবার অর্ডারকারী ভেবে দরজা খুলতেই দুস্কৃতিকারীদের বন্দুকের গুলিতে খুন যুবক

দিল্লি ১৪ জুন (এ.এন.ই): অনলাইনে অর্ডার দেওয়া খাবার এসেছে ভেবে দরজা খুলতেই দুস্কৃতিকারীদের বন্দুকের গুলিতে খুন হতে হল দিল্লির বিকাশপুরীর বাসিন্দা ৩৫ বছরের যুবক অমিত কোচারের। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার অমিত কোচার নিজ বাড়িতেই তার দুই বন্ধুর সঙ্গে আড্ডা মারছিলেন। বন্ধুদের জন্য অনলাইনে খাবারের অর্ডার দেন অমিত কোচার। জানা গেছে, ঘটনার সময়ে কোচারের স্ত্রী ছিলেন অফিসে। এমন সময় নীচের তলার দরজায় বেল বেজে ওঠে। অনলাইনে অর্ডার দেওয়া খাবার এসেছে ভেবে তা আনতে নীচে নামেন অমিত। দরজা খুলতেই তাঁকে চেপে ধরে কয়েকজন হামলাকারী। জানা যাচ্ছে অমিতকে টেনেহিঁচড়ে একটি গাড়িতে নিয়ে গিয়ে তোলে তারা। এরপরই তাকে বেশকয়েকটি গুলি করা হয়। গাড়ির মধ্যেই তাঁর মৃত্যু হয়।

আরো পড়ুন

Advertisement