LATEST UPDATE

রাইফেলের বুলেটে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান

আগরতলা ১৯ জুন (এ.এন.ই): ফের আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। আত্মঘাতী বিএসএফ জওয়ানের নাম হল সুরজিৎ সিং। বাড়ি জন্মু কাশ্মির। জানা গেছে, বুধবার সাব্রুমে নিজের বিএসএফ ক্যাম্পে নিজের রাইফেলের বুলেটে আত্মঘাতী হলেন বিএসএফ জওয়ান সুরজিৎ সিং। গুলির আওয়াজ শুনতে ক্যাম্পের অন্যান্য জওয়ানরা ছুটে আসে এবং দেখতে পায় রক্তাক্ত অবস্থায় সুরজিৎ সিং মাটিতে পরে আছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কি কারণে জওয়ান সুরজিৎ সিং আত্মঘাতী হন সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। 

আরো পড়ুন

Advertisement