LATEST UPDATE

অরুণাচল প্রদেশে ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষের মধ্যে থেকে উদ্ধার নিহতদের দেহ

অরুণাচল প্রদেশ২০ জুন (এ.এন.ই): গত ৩ জুন অরুণাচল প্রদেশের পায়ুম জেলায় ভেঙে পড়া বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষের মধ্যে থেকে মিলল নিহতদের দেহ। বৃহস্পতিবার ভেঙেপড়া ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমানের ধ্বংসাবশের মধ্যে থেকে উদ্ধার হল ৬ দেহ ও ৭ জনের দেহাংশ। গত ১১ জুন ওই ধ্বংসাবশেষ খুঁজে বের করে বায়ুসেনার এমআই-১৭ কপ্টার।

আরো পড়ুন

Advertisement