LATEST UPDATE

কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত বন সচেতনা  সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ২০ জুন (এ.এন.ই): কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বন সচেতনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শান্তিরবাজার মহকুমার বগাফা বনদপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুমন মল্ল এর অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ অফিসে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকজনদের নিয়ে বন সচেতনতামূলক আলাপ আলোচনা করা হয়। আজকের এই আলোচনা সভায় বনদপ্তরের অন্যান্য কর্মীরাও অংশগ্রহণ করেন। সচেতনা সভায় বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় বৃক্ষ রোপণের পাশাপাশি গাছের যত্ন নেবার জন্য সকলকে বিশেষ আহ্বান করা হয়। আলোচনাসভা শেষে অনুষ্ঠানে আগত লোকজনদের নিয়ে সাচীরামবাড়ি জাতীয় সড়কের পাশে বৃক্ষ 'রোপণ করেন ও বৃক্ষ রোপণের পাশাপাশি সকলকে বৃক্ষরোপণ করার জন্য বিশেষ আহ্বান করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য পুলক ভৌমিক, কাকুলিয়া ফরেস্ট অফিসের রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস ও অন্যান্য অতিথিবৃন্দ। 

আরো পড়ুন

Advertisement