LATEST UPDATE

ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বলিদান দিবস উপলক্ষে শান্তিরবাজার মহকুমায় বিজেপির কার্যালয়ে রক্তদান শিবির

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ২২ জুন (এ.এন.ই): ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বলিদান দিবস উপলক্ষে মেগা রক্তদান উৎসব অনুষ্ঠিত। রবিবার সকাল ১০টায় দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে এই রক্তদান উৎসব পালন করা হয়। এদিন শুরুতেই প্রদীপ প্রজ্বলন করে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্প ও মাল্যদান করে ৩৬ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য ডাক্তার নিলয় রতন সুর, শান্তিরবাজার পৌর 'পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, ৩৬ শান্তিরবাজার মণ্ডল সভাপতি প্রদীপ দাস ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। মণ্ডল সভাপতি জানান, আজকের দিনে প্রায় ২০০ জন লোক এই রক্তদান উৎসবে রক্তদান করে। রক্তদান উৎসবের পাশাপাশি উনারা আগামী দিনে নানান সামাজিক 'কাজে অংশগ্রহণ করবে বলে মণ্ডল সভাপতি জানান। 

আরো পড়ুন

Advertisement