LATEST UPDATE

পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল

আগরতলা ২৪ জুন (এ.এন.ই): রাজ্য পুলিশের আইপিএস এবং টিপিএস স্তরে ব্যাপক রদবদল হয়েছে। জানা গেছে, সোমবার রদবদল করা হয়েছে ৩২ জন আইপিএস ও টিপিএস পদমর্যাদার আধিকারিকে। ডিআইজিপি (হেড কোয়ার্টারে দায়িত্বে আইপিএস 'অনীশ প্রসাদ। এসপি (সিরিয়াস ক্রাইমে) পদে নিযুক্ত পেলেন  আইপিএস কুলবন্ত সিং। তাছাড়া সিপাহীজলা জেলার এসপি এর  দায়িত্বে পেলেন আইপিএস কৃষেন্দু চক্রবর্তী। ধলাই জেলার পুলিশ সুপার পদে নিযুক্ত হলেন টিপিএস গ্রেড ওয়ান কিশোর দেববর্মাকে। তাছাড়া খোয়াই জেলার এসপি হলেন আইপিএস কিরণ কুমার।  

আরো পড়ুন

Advertisement