LATEST UPDATE

জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন আরও ৬ মাস বৃদ্ধির প্রস্তাব অমিত শাহের

দিল্লি ২৮ জুন (এ.এন.ই): নিরাপত্তার কথা ভেবেই পরিস্থিতির কথা মাথায় রেখেই জম্মু ও কাশ্মীরে আরও ৬ মাস রাষ্ট্রপতি শাসন জারি রাখার প্রস্তাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, নিয়ন্ত্রণরেখায় ১৫০০০ বাঙ্কার তৈরির পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ৪৪০০ বাঙ্কার তৈরি হয়ে গিয়েছে। তিনি বলেন, সম্প্রতি লোকসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে। কোনও খুন হয়নি। অমরনাথ যাত্রা শেষ হলে এবছরের শেষের দিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ৩ জুলাই থেকে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ৬ মাস বাড়ানোর কথা ভাবছে সরকার।  বাকী বাঙ্কার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তৈরি হয়ে যাবে। ওইসব বাঙ্কার তৈরি হবে সাম্বা, কাঠুয়া ও জম্মুতে। এতে সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন।

আরো পড়ুন

Advertisement