LATEST UPDATE

বগাফা ফরেস্ট রেঞ্জ এর উদ্যোগে এক সাইকেল র‍্যালি

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ৩০ জুন (এ.এন.ই): বগাফা ফরেস্ট রেঞ্জ এর উদ্যোগে এক সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। আগামী ২ জুলাই দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি সাঁচিরামবাড়ি শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংলিশ মিডিয়াম বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ৭০তম রাজ্য ভিত্তিক বনমোৎসব। এরই অঙ্গ হিসাবে রবিবার সকাল ৭টায় শান্তিরবাজার ইকোপার্ক সংলগ্ন এলাকা থেকে এক সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালিটি শান্তিরবাজার মহকুমার মনপাথর এলাকায় টি টি এ ডি সি জোনাল অফিসের সামনে গিয়ে সমাপ্তি হয়। আজকের এই র‍্যালিটি বগাফা বনদপ্তরের এস ডি এফ ও সুমনপল্লি ও বগাফা ফরেস্ট রেঞ্জ অফিসার প্রসেঞ্জিত দেববর্মা

র উদ্যোগে অনুষ্ঠিত হয়। বনদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই আলিতে শান্তিরবাজারের অনেক যুবক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশ গ্রহণ করেন। জানা গেছে, র‍্যালি শেষে এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণকারীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারিদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। 

আরো পড়ুন

Advertisement