LATEST UPDATE

ব্রাউন সুগার সহ আটক এক ব্যাক্তি

আগরতলা ১ জুলাই (এ.এন.ই): ব্রাউন সুগার সহ এক ব্যাক্তিকে আটক করা হয়। ধৃত ব্যাক্তির নাম টুপন নমশুদ্র। ধৃত ব্যাক্তির বাড়ি কমলপুর থানাধীন বামনছড়া পঞ্চায়েতে। ঘটনার বিবরণে জানা গেছে, কমলপুর থানাধীন বামনছড়া পঞ্চায়েতের বাসিন্দা টুপন নমশুদ্রকে এলাকারই মানুষ ব্রাউন সুগার সহ তাকে আটক করে এবং পরে কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘ ধরেই  টুপন নমশুদ্র নেশা কারবারের সাথে যুক্ত ছিল। পুলিশ আরও জানিয়েছে ধৃত ব্যক্তি টুপন নমশুদ্র কমলপুর পূর্ত দপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারী। ধৃত টুপন একজন বিকলাঙ্গ। তার ডান হাত নেই। জানা গেছে, ধৃত টুপন নমশুদ্রের বিরুদ্ধে পুলিশ ১৯ কেএমপি ০৪৫, ইউ/এস-২২(এ)/২৯ অব এনডিপিএস অ্যাক্ট ১৯৮৫ অনুসারে মামলা গ্রহণ করে। 

আরো পড়ুন

Advertisement