মোরাদাবাদে একটি হাসপাতালে যোগী আদিত্যনাথের পরিদর্শনের সময়ে একটি রুমে তালা বন্দি সাংবাদিকদেরা
মোরাদাবাদে ১ জুলাই (এ.এন.ই): মোরাদাবাদে একটি হাসপাতালে যোগী আদিত্যনাথের পরিদর্শনের সময়ে সাংবাদিকদেরকে একটি রুমে তালা বন্দি করে রাখা হয়েছিল বলে এমনই মন্তব্য করেন সাংবাদিকরা। তাদের বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রী আসার আগে হাসপাতালের একটি কক্ষে তাঁদের ঢুকিয়ে তালাবন্দি করে দেওয়া হয়। দরজার সামনে নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হয়। পরে মুখ্যমন্ত্রী চলে গেলে তারপর বন্ধ দরজা খুলে দেওয়া হয় বলে সাংবাদিকরা জানান। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দেন জেলাশাসক রাকেশ কুমার সিং। তিনি বলেন, এমন কোনও ঘটনাই হয়নি।