LATEST UPDATE

পূর্ব হুরুয়ার মহিলা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১

আগরতলা ১ জুলাই (এ.এন.ই): কাঞ্চনমালা নাথ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ সোমবার এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে। জানা গেছে ২৪ ঘণ্টার মধ্যেই ধর্মনগর পূর্ব হুরুয়ার কাঞ্চনবালা নাথ হত্যাকাণ্ডের সাথে জড়িত এক ব্যাক্তি গ্রেপ্তার হয়। ধৃত ব্যক্তির নাম হল সঞ্জয় ঘোষ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যাক্তি আজ মহিলার কানের দুল বিক্রি করতে এলে ধরা পরে। জানা গেছে, এসডিপি'র হাতে গ্রেপ্তার হয় সঞ্জয় ঘোষ। উল্লেখ্য, নিজের ঘরেই খুন হয় কাঞ্চনবালা নাথ (৬১) নামে ঐ  মহিলার। শ্বাসনালী কেটে খুন করা হয় ঐ মহিলাকে। জানা গেছে, খুন হওয়া মহিলা চার সন্তানের মধ্যে একটি ছেলে নিয়ে বসবাস করতেন। ছেলেটি মানসিক ভারসাম্যহীন। 

আরো পড়ুন

Advertisement