LATEST UPDATE

বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ল একটি স্কুলের ৫টি ঘর

আগরতলা ২ জুলাই (এ.এন.ই): বিধ্বংসী অগ্নিকান্ডে একটি স্কুলের ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, কাঞ্চনপুরে জয়শ্রী এলাকায় বিধ্বংসী আগুনে পুরল সরকারী অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুল। সোমবার গভীর রাতে এই বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা গেছে, এই অগ্নিকান্ডে স্কুলের ৫টি ঘর সম্পূর্ণভাবে পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও স্কুলের ৫টি ঘর সম্পূর্ণভাবে পুরে যায়। এদিকে স্কুলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। 

আরো পড়ুন

Advertisement