LATEST UPDATE

খুব শীঘ্রই চালু হচ্ছে বাধারঘাট ও যোগেন্দ্রনগর রেলস্টেশনে প্রিপেইড পরিষেবা

আগরতলা ৩ জুলাই (এ.এন.ই): আগামী কিছুদিনের মধ্যে রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে প্রিপেইড যান বাহন পরিষেবা শুরু হবে। জানা গেছে, বাধারঘাট ও যোগেন্দ্রনগর রেল স্টেশনে প্রিপেইড যানবাহন 'পরিষেবা শুরু হবে। তার পাশাপাশি চন্দ্রপুর বাসস্ট্যান্ডেও প্রিপেইড যান বাহন পরিষেবা শুরু হবে। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ২০ জুলাইয়ের মধ্যে বাধারঘাট রেলস্টেশন ও যোগেন্দ্র রেলস্টেশন ও চন্দ্রপুরের আইএসবিটিতে প্রিপেইড কাউন্টার স্থাপন করা হবে। যদিও এখনো বাধারঘাট ও যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আগরতলার পুর এলাকার বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে ভাড়া কত হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। জানা গেছে, এ দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারকে। 

আরো পড়ুন

Advertisement