LATEST UPDATE

ধর্মনগরে দুষ্কৃতিকারীদের হামলায় আহত দুই বিজেপি কর্মী সমর্থক

ধর্মনগর ৭ জুলাই (এ.এন.ই): পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে, ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর মোটরস্ট্যান্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকালে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে বিজেপি কর্মীসমর্থকরা প্রচারে গিয়ে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়। বিজেপি'র তরফ থেকে জানানো হয়েছে, দুষ্কৃতিকারীদের হামলায় দুই বিজেপি কর্মীসমর্থক গুরুতরভাবে জখম হয়। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে জানা গেছে, দুষ্কৃতিকারীরা এলাকায় একটি গাড়ি সহ প্রায় ১৫টি বাইকে আগুন লাগিয়ে দেয়। দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে পুরে ছাই হয়ে যায় বাইক গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলে দুটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে বলে দমকল কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনায় ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর মোটরস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। মুহূর্তের মধ্যে এলাকায় দোকান পাঠ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে এসডিপিও ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।  

আরো পড়ুন

Advertisement