LATEST UPDATE

বিধায়কদের পদত্যাগের ফলে কর্নাটকে বেসামাল কংগ্রেস-জেডিএস জোট সরকার

কর্নাটক ৮ জুলাই (এ.এন.ই): একের পর এক বিধায়কদের পদত্যাগের ফলে কর্নাটকে বেসামাল কংগ্রেস-জেডিএস জোট সরকার। রবিবার সারাদিন মুম্বইয়ের সোফিটেল হোটেলে ঘরবন্দি থাকলেন কংগ্রেস-জেডিএস জোট সরকারের ১০ জন বিক্ষুব্ধ বিধায়ক। পরে বিক্ষুব্ধ বিধায়ক এস টি সোমশেখর জানান, যে ১৩ জন বিধায়ক পদত্যাগ করেছেন তাঁদের পদত্যাগ প্রত্যাহারের প্রশ্নই নেই। বরঞ্চ মঙ্গলবার কংগ্রেসের সংসদীয় বৈঠকে তাঁরা উপস্থিত থাকবেন না বলেও জানিয়ে দেন সোমশেখর। একসঙ্গে ১৩ জন বিধায়ক ইস্তফা দেওয়ায় এই মুহূর্তে ২২৪ আসনের বিধানসভায় জেডিএস-কংগ্রেস জোট এবং বিজেপি— দু’পক্ষেরই মোট আসন সংখ্যা ১০৫। এদিকে ১২ জুলাই কর্নাটক বিধানসভার পরবর্তী অধিবেশন। রাজ্যে জোট সরকার থাকবে, নাকি বিজেবি নতুন সরকার গড়বে— তা আর কিছু দিনের মধ্যেই স্পস্ট হয়ে যাবে বলে জানান গেছে।  

আরো পড়ুন

Advertisement