LATEST UPDATE

২০জুলাই থেকে দুটি রেলস্টেশনে চালু হচ্ছে প্রিপেইড অটো এবং ট্যাক্সি কাউন্টার

আগরতলা ৯ জুলাই (এ.এন.ই): আগামী ২০জুলাই থেকে আগরতলার দুটি রেলস্টেশনে চালু হচ্ছে প্রিপেইড অটো এবং ট্যাক্সি কাউন্টার। জানা গেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশেই টিআরটিসির উদ্যোগে বাধারঘাট রেলস্টেশন এবং যোগেন্দ্রনগর রেলস্টেশনে প্রিপেইড অটো এবং ট্যাক্সি কাউন্টার চালু হচ্ছে। জানা গেছে, যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য এই প্রিপেইড জন্য অটো এবং ট্যাক্সি কাউন্টার খোলা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের  বাড়ি বা গন্তব্যস্থলে সঠিক ভাবে তথা নির্বিঘ্নে ও নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য এই প্রিপেইড অটো এবং ট্যাক্সি কাউন্টার খোলা হচ্ছে।  

আরো পড়ুন

Advertisement