LATEST UPDATE

প্রবল বৃস্টিতে জলমগ্ন শান্তিরবাজার মহকুমার বিভিন্ন এলাকা

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ৯ জুলাই (এ.এন.ই): প্রবল বৃস্টিতে জলমগ্ন শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গা। জানা গেছে, প্রবল বৃস্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গার সাধারণমানুষদের। কয়েক দিনের টানা প্রবল বৃস্টিতে শান্তিরবাজারের বেশ কিছু নিচু জায়গায় জলমগ্ন হয়ে পরে। জানা গেছে, এখনো পর্যন্ত শান্তিরবাজার মহুকুমার বিভিন্ন জায়গায় ৪টি শরনার্থী শিবির খোলা হয়েছে। এই শরনার্থী শিবির গুলিতে ৮ থেকে ৯টি পরিবারের লোকেরা আশ্রয় নিয়েছেন। এই শরনার্থী পরিবারের লোকজনদের আশ্রয়ের জন্য ও আগামীদিনের বন্যা মোকাবিলার জন্য সমস্ত প্রকার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন শান্তিরবাজার মহকুমা শাসক। 

আরো পড়ুন

Advertisement