LATEST UPDATE

বুধবার থেকে শুরু হল খার্চি পুজো

আগরতলা ১০ জুলাই (এ.এন.ই): বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল সপ্তাহ ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব। জানা গেছে, সপ্তাহব্যাপী এই উৎসবের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানা গেছে, কৃষ্ণমালা মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, বিধায়ক সুশান্ত চৌধুরী, বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা, আগরতলার পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, এডিসির চেয়ারম্যান ডঃ রঞ্জিত দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, জেলেশাসক ড. সন্দীপ এন মহাত্মে, পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, সদর মহকুমাশাসক সুভাষ দত্ত প্রমুখ। জানা গেছে, অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রচুর লোকের সমাগম হয়। মন্দির এবং মেলা প্রাঙ্গণে প্রচুর লোকের ভিড় লক্ষ্য করা যায় বলে জানা গেছে।  

আরো পড়ুন

Advertisement