LATEST UPDATE

বিলোনিয়ায় ফাঁসিতে এক ব্যক্তির আত্মহত্যা

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ১৩ জুলাই (এ.এন.ই): ফাঁসিতে আত্মহত্যা করলো এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে বিলোনীয়া মহকুমার অন্তর্গত মাইছড়া এলাকায়। মৃত ব্যাক্তির নাম রতন দত্ত (৪০)। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার ভোরে দক্ষিন ত্রিপুরার বিলোনিয়া মহকুমার অন্তর্গত মাইছড়া এলাকার বাসিন্দা রতন দত্ত (৪০) নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে। সকালে রতন দত্তের বাড়ির সদস্যরা ঝুলন্ত অবস্থায় রতন দত্তের মৃতদেহ দেখতে পান। পরে চিৎকার চেঁচামেচিতে আশপাশ লোকজন দৌরে রতন দত্তের বাড়িতে ছুটে আসে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছয় এবং মৃতদেহ নিচে নামিয়ে আনে। এরপর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এদিকে রতন দত্তের মৃত্যুর কারণ নিয়ে পুলিশ কিছু বলতে পারেনি। এটা কি আত্মহত্যা না কি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ। জানা গেছে, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এদিকে রতন দত্তের পাড়া প্রতিবেশীদের মধ্যে একজন জানিয়েছেন, 'রতন দত্ত প্রতিনিয়ত মদ্যপান করে বাড়ি ফিরত। এদিকে পুলিশ রতন দত্তের মৃত্যুকে অস্বাভাবিক 'মৃত্যু হিসাবে মামলা হিসাবে নিয়েছে এবং তদন্ত নেমেছে। রতনদত্তের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরো পড়ুন

Advertisement