LATEST UPDATE

যান দুর্ঘটনায় আহত এক ব্যাক্তি

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ১৩ জুলাই (এ.এন.ই): যান দুর্ঘটনায় আহত এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকালে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর এলাকার বাসিন্দা অলক ভট্টাচার্য ব্যক্তিগত কাজে বাইকে করে বাড়ি বের হন। স্কুলে যাওয়ার পথে শান্তিরবাজার মহকুমার বেতাগা সংলগ্নস্থানে এলে একটি গাড়ি ধাক্কা দিলে অলক বাবু বাইক থেকে ছিটকে পরে যায় এবং গুরুতর আহত হন। জানা গেছে, অলক বাবু পেশায় একজন শিক্ষক। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা আহত ব্যাক্তি অলক বাবুকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত অলকবাবুর আঘাত গুরুতর দেখে তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার 'করেন। জানা গেছে, বর্তমানে অলকবাবু গৌমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। 

আরো পড়ুন

Advertisement