LATEST UPDATE

ম্যাক্স ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ১১
আগরতলা ১৬ জুলাই (এ.এন.ই): যান দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন যাত্রী। একজন শিশু ঘটনাস্থলেই মারা গেছে। ঘটনাটি ঘটেছে আমবাসায় ৮২মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকালে আমবাসায় ৮২ মাইল এলাকায় ম্যাক্স ও লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১জন যাত্রী গুরুতর আহত হয়। জানা গেছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। জানা গেছে, আহতদেরকে নিকটতম হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দূর্ঘটনাগ্রস্থ ম্যাক্স এবং লরিটি আটক করে। এদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী গাড়ি দুটির যথেষ্ট গতিবেগ ছিল যার দরুন গাড়িটি মুখোমুখি সংঘর্ষ হয়।  

আরো পড়ুন

Advertisement