LATEST UPDATE

ত্রিপুরার পরবর্তী রাজ্যপাল হচ্ছেন রমেশ বাইস, সূত্রের খবর
আগরতলা ২০ জুলাই (এ.এন.ই): ত্রিপুরার পরবর্তী নতুন রাজ্যপাল হচ্ছেন রমেশ বাইস। সূত্রের খবর, রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল রমেশ বাইস। জানা গেছে, তিনি বর্তমান রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কির স্থলাভিষক্তি হবেন। জানা গেছে, ত্রিপুরার পরিবর্তী নতুন রমেশ বাইস ছত্তিসগড়ের বাসিন্দা। ত্রিপুরার রাজ্যপাল হিসাবে তার নামে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি। জানা গেছে, একই সঙ্গে আরও পাঁচ রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে।   

আরো পড়ুন

Advertisement