LATEST UPDATE

বাইক দুর্ঘটনায় মৃত্যু ১
আগরতলা ২২ জুলাই (এ.এন.ই): রাজ্যে ফের দুর্ঘটনায় মৃত্যু হল ১জনের। দুর্ঘটনাটি ঘটেছে সাব্রুমের জালেফায়। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে বাইক চালাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম রাহুল দাস। জানা গেছে, সোমবার সকালে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রাহুল। কিন্তু কিছু দূর যাওয়ার পর দুর্ঘটনার মুখে পরে রাহুল। পুলিস জানিয়েছে, রাহুল ফেইসবুকে লাইভ করতে করতে বাইক চালাচ্ছিল। আর এর ফলেই রাহুলের মৃত্যু হয়। জানা গেছে, এই ঘটনায় রাহুলের পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে। 

আরো পড়ুন

Advertisement