LATEST UPDATE

ভোট দিতে গিয়ে বিদ্যুতের ছোবলে আহত মা ও ছেলে
আগরতলা ২৭ জুলাই (এ.এন.ই): ভোট দিতে গিয়ে গুরুতর আহত মা ও ছেলে। ঘটনাটি ঘটে উত্তর জেলার কদমতলার বাঘন গ্রাম পঞ্চায়েতের বাঘন হাই স্কুলে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শুরু হয় সকাল ৭টা থেকে। উত্তর জেলার কদমতলার বাঘন গ্রাম পঞ্চায়েতের বাঘন হাই স্কুলে ভোট দিয়ে গিয়ে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত হয় মা ও ছেলে। আহত ছেলে মাজার হোসেন (২৪) এবং মা রোয়াজান নেচা বেগম (৫০) কে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, এই মর্মান্তিক ঘটনায় ঐ পঞ্চায়েতে ভোট গ্রহণ প্রক্রিয়া সাময়িক বন্ধ ছিল। পরে ভোট প্রক্রিয়া শুরু হয়। 

আরো পড়ুন

Advertisement