LATEST UPDATE

বিলোনীয়া থেকে হাত, পা এবং মুখ বাধা অবস্থায় যুবক উদ্ধার
আগরতলা ৩০ জুলাই (এ.এন.ই): হাত পা এবং মুখ বাধা অবস্থায় উদ্ধারকৃত কমল বনিকের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল বলে জানা গেছে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে কমল বনিকের। এদিকে কি কারণে কমল বনিককে হাত, পা এবং মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল সে বিষয়ে পুলিশ এখনো সঠিক কোন কারণ খুঁজে বের করতে পারেনি বলে জানা গেছে, তবে পুলিশ জানিয়েছে, তাদের তদন্ত জারি রয়েছে। খুব শীঘ্রই এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে পুলিস জানিয়েছে। উল্লেখ্য, সোমবার সকালে কমল বণিক নামে এক ব্যাক্তির হাত, পা এবং মুখ বাধা অবস্থায় বিলোনীয়া থানাধীন ঈশানচন্দ্র নগর শাখা রাস্তার পাশ থেকে এলাকাবাসীরা উদ্ধার করে। এরপর সাথে সাথে এলাকাবাসীরা কমল বণিককে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। 

আরো পড়ুন

Advertisement