LATEST UPDATE

বাইক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আগরতলা ২ আগস্ট (এ.এন.ই): আবারো রাজ্যে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলেজ পড়ুয়া ছাত্রটি বাইকে করে অভয়নগর ভাড়া বাড়ি থেকে খোয়াইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। বৌদ্ধমন্দির থেকে সার্কিট হাউজের দিকে যাওয়ার সময়ে আচমকা কলেজ ছাত্রটির বাইকটি দুর্ঘটনায় পরে। সঙ্গে ছাত্রটি ;বাইক থেকে ছিটকে পরে যায়। সঙ্গে সঙ্গে ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসক আহত ছাত্রটিকে মৃত বলে ঘোষণা দেয়। জানা গেছে, ছাত্রটি এমবিবি কলেজে পড়াশুনা করত। জানা গেছে তার বাড়ি খোয়াইয়ে। এদিকে ছাত্রটি মৃত্যুর খবর পেয়ে তার পরিবারে এবং পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে। 

আরো পড়ুন

Advertisement