LATEST UPDATE

দফায় দফায় লোডশেডিঙে জনমনে প্রচণ্ড ক্ষোভ
আগরতলা ১২ আগস্ট (এ.এন.ই): রুখিয়ার ট্রান্সফরমারে আচমকা গোলযোগ দেখায় রবিবার বিকেল থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সন্ধ্যার পর লোডশেডিঙের মাত্রা আরও বেরে। অতিরিক্ত গরমে এমনিতেই সাধারণ মানুষ নাজেহাল। তার মধ্যে লোডশেডিঙের দাপটে সাধারণ মানুষের আরও বেশী দুর্ভোগ পোহাতে হয়। এদিকে রবিবার থেকে  দফায় দফায় লোডশেডিং এর জেরে জনজীবন বেহাল হয়ে পরে। জানা গেছে, বিদ্যুৎ নিগমের ভূমিকায় জনমনে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, এসমস্যার সমাধানের লক্ষ্যে কিছু কিছু জায়গায় সাধারণ মানুষ প্রতিবাদ জানায়। কিন্তু প্রতিবাদ জানাতে গিয়ে প্রবল সমস্যার মুখে পরে সাধার মানুষ। 

আরো পড়ুন

Advertisement