LATEST UPDATE

বিদ্যুতের দাবিতে পথ অবরোধ বিলোনিয়ায়
আগরতলা ১৩ আগস্ট (এ.এন.ই): রুখিয়ার ট্রান্সফরমারে আচমকা গোলযোগ দেখার কারণে রাজ্যের বিভিন্ন জায়গায়  বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এরফলে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধের সন্মুখিন হতে হচ্ছে। ঘন ঘন লোডশেডিঙের জেরে জনজীবন বেহাল হয়ে পরেছে। জানা গেছে, সমস্যার সমাধানের লক্ষ্যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ প্রতিবাদ জানায়। বিদ্যুতের দাবিতে মঙ্গলবারও জন বিক্ষোভ দেখা যায়। জানা গেছে, বিদ্যুতের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই সাধারণ মানুষ বিলোনিয়ায় পথ অবরোধ বসে। তাছাড়া শান্তিরবাজারে নিগম অফিস ঘেরাও করে সাধারণ মানুষ। জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর সংখ্যক পুলিশ ও প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। 

আরো পড়ুন

Advertisement