LATEST UPDATE

১৪মাসের এক শিশুর মৃত্যু

Iআগরতলা ১৪ আগস্ট (এ.এন.ই): ফের চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু অভিযোগ উঠলো। জানা গেছে, বুধবার সকালে ১৪মাসের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম অস্মিতা। জানা গেছে, খেলার ছলে অস্মিতা সাবান খেয়ে ফেলে। সাবান খাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে গোমতী জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসক ১৪ মাসের অস্মিতাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। তখন অস্মিতার পরিবারের লোকেরা অস্মিতাকে জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জিবিতে আনার পর চিকিৎসকরা অস্মিতাকে মৃত বলে ঘোষণা দেয়। অভিযোগ উঠে অক্সিজেন সিলিন্ডার চালু না করেই রেফার করা হয়েছিল শিশুটিকে। এদিকে এই ঘটনায় জিবি হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো পড়ুন

Advertisement