LATEST UPDATE

কৈলাসহর অপহৃত নাবালিকার খোঁজ মেলেনি, গ্রেপ্তার ১
আগরতলা ২০ আগস্ট (এ.এন.ই): ৪৮ ঘণ্টা অতিক্রান্ত এখনো কৈলাসহরে অপহৃত নাবালিকার কোন খোঁজ পায়নি কৈলাসহর থানার পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে অপহৃত নাবালিকার পরিবারের লোকেরা এবং এলাকাবাসীরা। তবে পুলিশ পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে যুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনো অপহৃত নাবালিকার খোঁজ  পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই অপহৃত নাবালিকার খোঁজ পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, ধৃত দুষ্কৃতিকারীর নাম হল জীবন দাস। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর মহিলা থানার ওসি শিপ্রা বিশ্বাসের নেতৃত্বে পুলিশ এই অপহরণকান্ডের সাথে জড়িত জীবন দাস গ্রেপ্তার করা হয়েছে।  তবে এই অপহরণকান্ডের সাথে জড়িত আরও দুই জন দুষ্কৃতিকারীর কোন খোঁজ পাওয়া যায়নি। তবে তাদের খোজে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত রবিবার বিকেলে পিসির বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় নাবালিকাটি অপহৃত হয়।    

আরো পড়ুন

Advertisement